Thursday, September 11, 2025

ডাকসু নিয়ে যা বললেন শিবির সভাপতি: জাহিদুল ইসলাম

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শাহবাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তিনি।

এ সময় শিবির সভাপতির সঙ্গে আরেকজনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। তবে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শাহবাগে উপস্থিত থাকলেও তারা ক্যাম্পাসে প্রবেশ করেননি। এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশকালে সাংবাদিকরা শিবির সভাপতিকে ডাকসু নিয়ে বিভিন্ন প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে বিএনপি নেতার খোলা চিঠি, যা লেখা আছে সেই চিঠিতে

মঙ্গলবার সকাল ৮টায় ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত প্রায় ১টার দিকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ শুরু হয়। প্রাপ্ত ভোটের ফলাফলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ